চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ায় শহর ফাঁড়ি পুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার মিনহাজ উদ্দীনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে তার বাড়ির সামনে থেকে ৭ পিস ইয়াবাসহ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতা করে। গতকালই তাকে সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।
মিনহাজ উদ্দীন চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ বলেছে, বহুদিন ধরে মিনহাজ ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ফেরি করে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।