স্টাফ রিপোর্টার: সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হলেও সাগরে সক্রিয় থাকা মরসুমি বায়ুর অক্ষের সাথে মিশে সারাদেশে শুরু হয়েছে ভারি বর্ষণ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেহেরপুরেও প্রায় একই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জেলায় সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ও সর্বনিম্ন ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত মধ্যরাতে চুয়াডাঙ্গায় ভারি বর্ষণ শুরু হয়।
এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগরীতে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া রাজধানী ঢাকাতেও বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মরসুমি বায়ু সারাদেশের ওপর সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে আজ বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ভারি বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।