মাথাভাঙ্গা মনিটর: মহিলা ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন ভারতের অধিনায়ক মিথালি রাজ। গতকাল মহিলা বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক বনে যান তিনি। সেই সাথে প্রথম মহিলা ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন রাজ।
মিথালি রাজের আগে এতোদিন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন ইংল্যান্ডের চার্লোতি এডওয়ার্ডস। ৫৯৯২ রান নিয়ে সবার ওপরে ছিলেন এডওয়ার্ডস। মিথালির রাজ ৫৯৫৯ নরান নিয়ে ছিলেন দ্বিতীয় স্থানে। চলমান বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৩৪ রান পুর্ন করেই সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করেন মিথালি রাজ।
১৮৩ ম্যাচের ১৬৪তম ইনিংসে ওয়ানডে সবচেয়ে বেশি রানের মালিক হলেন রাজ। ১৯১ ম্যাচের ১৮০ ইনিংসে এডওয়াডর্সের রান ৫৯৯২। সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক । ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে তার সংগ্রহ ৪৮৪৪ রান।