স্টাফ রিপোর্টার: পুলিশের ডিআইজি থেকে পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বলা হয়-সিলেটের পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে (ডিআইজি, চলতি দায়ীত্ব) বদলি করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি (চলতি দায়ীত্ব) হিসেবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে দেয়া হয়েছে সিলেটের পুলিশ কমিশনার (ডিআইজি, চলতি দায়ীত্ব) হিসেবে। পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়ীত্ব দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার এবং রংপুরের পুলিশ সুপার (পিটিসি) মো. রশীদুল হাসানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।