গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন গ্রামের কিছু মানুষ। গতকাল রোববার দুপুরে এরশাদ নামের এক ব্যক্তিকে আটক করে মাদকব্যবসায়ী দাবি করায় ক্ষোভ শুরু হয়। গ্রামবাসীর প্রতিবাদের মুখে এরশাদকে ছেড়ে দিয়েছে বিজিবি।
স্থানীয়সূত্রে জানা গেছে, সহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলী বিজিবি ক্যাম্প সংলগ্ম একটি হোটেল খাবার খেতে যান। এসময় সিভিল পোশাকে সহড়াতলা বিজিবি ক্যাম্পের দুই জওয়ান তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এরশাদ আলীর কাছে এক বোতাল ফেনসিডিল পাওয়া গেছে বলে দাবি করেন বিজিবি সদস্যরা। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিজিবির দাবি মেনে নিতে নারাজ। পকেটের মধ্যে ফেনসিডিল ঢুকিয়ে দিয়ে বিজিবি সদস্যরা এরশাদকে মাদক ব্যবসায়ী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেন এরশাদ আলীর পক্ষের লোকজন। ঘণ্টাখানেক গ্রামবাসী অবস্থান করায় আলোচনায় রাজি হয় বিজিবি ক্যাম্প কমান্ডার। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় তাকে ছেড়ে দেয়।
জানতে চাইলে সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার তসলিম উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে আমি যথাযথ ব্যবস্থা নিয়েছি। বিক্ষোভের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।