মাথাভাঙ্গা মনিটর: এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেটার শফিকউল্লাহ শাফাক। গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা শাফাক মাত্র ৭১ বলে খেলেছেন ২১৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। তার ইনিংসটি ছিলো ১৬টি চার ও ২১টি ছক্কায় সাজানো। আফগানিস্তানের প্যারাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন ট্রফি নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।
গত মার্চে ভারতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের দ্রুততম ফিফটির (২৮ বলে) রেকর্ড গড়েন তিনি। এছাড়াও ইনিংসে তার ভাই ওয়াহিদউল্লাহ শাফাক ৩১ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৮১ রান। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। ২৪৪ রানের বিশাল জয় পায় খতিজ ক্রিকেট একাডেমি। আফগানিস্তানের দ্রুততম ওয়ানডে ফিফটির মোহাম্মদ নবীর রেকর্ড স্পর্শ করেন তিনি।
শাফাকের ভাই ওয়াহিদউল্লাহ আফগানিস্তানের হয়ে ২০১৪ ও ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন।