শ্রীলঙ্কায় সামুদ্রিক মাছ খেয়ে হাসপাতালে ক্রিকেটার

 

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা সফরে সামুদ্রিক মাছ খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের বাঁ-হাতি ব্যাটসম্যান রায়ান বার্ল। চিকিৎকরা বার্লকে পর্যবেক্ষণে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসপাতালে ভর্তি বার্লের ছবিসহ অসুস্থতার কথা জানিয়েছেন ক্রিকেট জিম্বাবুয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানাতে ভুল করেননি বার্ল। এমন পরিস্থিতি তার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে জানান বার্ল ‘এমন পরিস্থিতিতে কখনো ভাবিনি। হাম্বানটোটার হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। বলতে গেলে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো জীবনে।’