স্টাফ রিপোর্টার: শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য জেলার ৫ জনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ১৫’ প্রদান করেছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন, সন্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকার চেক প্রদান করেন।
গতকাল ৮ জুলাই সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা অডিটরিয়ামে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দীন। অনুষ্ঠানে সম্মাননা অর্জনকারী কৃতি ব্যক্তিরা হলেন– নাট্যকলায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কণ্ঠসঙ্গীতে চুয়াডাঙ্গা শহরের মাহমুদা সরকার ওরফে মাহমুদা জামান পলি, চারুকলায় চুয়াডাঙ্গা আরামপাড়ার জালাল উদ্দীন, লোকসংস্কৃতিতে একুশে পদকপ্রাপ্ত মরমী বাউলসাধক কবি আলমডাঙ্গা জাঁহাপুর গ্রামের প্রয়াত খোদাবক্স শাহ’র সন্তান আব্দুল লতিফ শাহ ও যন্ত্রসঙ্গীতে চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার ফজলু মণ্ডল। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য মুন্সি আবু সাইফ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।