স্টাফ রিপোর্টার: খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবলীগ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার নগরীর সন্ধ্যা বাজার থেকে সুমনকে যুবলীগ ক্যাডার শেখ সেলিম ধরে নিয়ে আসে। তারা তাকে নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে আটকে রেখে মারধর এবং কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে সেলিম। গুরুতর আহত অবস্থায় সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, এ ঘটনায় জড়িত যুবলীগ নেতা শেখ সেলিম, তার শ্যালক জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।