চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রাম থেকে ৫টি হালের বলদ গরু চুরি

 

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম দক্ষিণপাড়ার ২টি বাড়ি থেকে ৫টি হালের বলদ গরু চুরির ঘটনা ঘটেছে। গতপরশু রাতে কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে লাল্টু হকের গোয়ালঘর থেকে ৪টি হালের বলদ ও একই পাড়ার মৃত দাউদ মণ্ডলের ছেলে জুমার আলীর গোয়ালঘর থেকে ১টি হালের বলদসহ ৫টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। গরুগুলো চুরি হওয়ার পর থেকে লাল্টু ও জুমার আলী দিশেহারা হয়ে পড়েছেন। কুতুবপুর গ্রামবাসী জানিয়েছে, ৫টি গরুর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা হবে।