হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ-তারিনীবাস সড়কের তালপুকুর নামক স্থানের কালভার্টটি ভেঙে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কে মানুষ ও যান চলাচল এখন খুবই ঝুঁকির্পূর্ণ হয়ে পড়েছে। সরকারি আর্থিক ব্যয়ে দীর্ঘদিন পূর্বে কালভার্টটি নির্মিত হয়। জরাজীর্ণ কালভার্টটি টিকে থাকলেও এবার বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই এটি ধ্বসে পড়েছে। ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ স্থানীয় লোকজনের চলাচলে বিঘœ ও হুমকি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গাকে বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।