চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছদ্মবেশী প্রতারকচক্রের উৎপাত ॥ সিসি ক্যামেরার ফুটেজ এখন ভরসা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও ছদ্মবেশী ছিনতাইকারী নারীর উপস্থিতি টের পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সড়ে ১০টার দিকে এক বৃদ্ধা রোগীর সাথে খাতির জমিয়ে গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়েছে দু নারী। থানায় নালিশও করা হয়েছে। আজ রোববার হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে প্রতারক ছিনতাইকারী দু নারীকে শনাক্ত করে মাঠে নামতে পারে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কৃষ্ণপুরের মতে সলেমান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৭৫) বেশ কিছুদিন ধরে মেয়ের বাড়ি সরোজগঞ্জ শাহপুরে থাকেন। মেয়ে জোসনা খাতুন থাকেন সৌদি আরব। মেয়ের দেয়া সোনার চেন গলায় দিয়ে বৃদ্ধা মাঝে মাঝেই চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। গতকাল শনিবার সকালে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। চিকিৎসক দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগের বরান্দায় দাঁড়াতেই দু নারী পাশে এসে দাঁড়ায়। দু নারীর একজন বোরকা পরা। অপরজনের গায়ের রং ফর্সা, উচু লম্বা। পান চিবাচ্ছিলো সে। বৃদ্ধাকে সাহায্য করার কথা বলে গায়ে পড়ে খাতির জমায়। ওষুধ কিনে দিচ্ছি বলে জানিয়ে পাশে গিয়ে দাদি নানি বলে ডাকে। গায়ে হাত দেয়। গায়ে হাত দিতে বারণ করতেই দু নারী বলে, ‘আমাদের নানি নেই, নানি বলে ডাকলাম, তো শুনলে না। নানি হলে না, তো কি হলো আমরা গেলাম।’ এ কথা বলে দু নারী চলে যেতেই বৃদ্ধা গলায় হাত দিয়ে দেখে সোনার চেন নেই। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয়রা বৃদ্ধাকে সাথে নিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নিকট নেন। আরএমও বিস্তারিত শুনে পুলশকে জানান। খবর পেয়ে সদর থানার এসআই শাজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে পৌঁছান। তিনি ঘটনার বর্ণনা শুনে হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখার জন্য বলেন। যেহেতু শনিবার সিভিল সার্জন নেই। সেহেতু গতকাল সিসি ক্যামেরার ডিভিআর দেখা সম্ভব হয়নি। আজ রোববার সিসি ক্যামেরায় ধারণাকৃত ছবি দেখে ওই দু নারীকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে সূত্র জানিয়েছে।