চুয়াডাঙ্গায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কেএম জোসাকে খুনের হুমকি

স্টাফ রিপোর্টার: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কেএম জোসাকে মেবোইলফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ খনের হুমকিধামকি দেয়া হয়েছে। ০১৮৮৩-৮৩৬৮২৮ নম্বর থেকে মুক্তিযোদ্ধা কেএম জোসার মোবাইলফোনে কল করে গতপরশু সোমবার সকাল সোয়া ১০টার দিকে হুমকিধামকি দেয়া হয়। এ মর্মে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহরের রূপছায়া সিনেমাহলপাড়াস্থ মৃত খন্দকার আলহাজ আবুল কাশেমের ছেলে খন্দকার আমির হোসেন হোসেনের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। খন্দকার আমির হোসেন আমার চাচাতো ভাই। গত ৩ জুলরাই ১০টা ১৪ মিনিটে আমার ব্যবহৃত মোবাইলফোনে উল্লেখিত নম্বর থেকে কল করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নিজেকে কর্নেল পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। খুন জখমের হুমকিধামকি দিয়ে বলে, আমির হোসেনের সাথে তোর গোলযোগ দ্রুত মিটিয়ে ফেলবি। না হলে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে পিসে ফেলবো। একই দিনে কিছুক্ষণের মাথায় আবারও মিসকল দেয় ওই ব্যক্তি।
পুলিশ বলেছে, অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

Leave a comment