দামুড়হুদা মুক্তারপুরের নাসির খোয়ালেন পুজি
দর্শনা অফিস: খুলনায় ফুলকপি বিক্রি করে ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন দামুড়হুদার মুক্তারপুরের নাসির। ট্রেনের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসার পূজি হারিয়ে খালি হাতে ফিরলেন বাড়িতে।
জানা গেছে, দামুড়হুদার মুক্তারপুর গ্রামের ইহান নবীর ছেলে নাসির উদ্দিন খুলনায় ফুলকপি বিক্রি করে গত পরশু শনিবার রাতে বাড়ি ফেরার উদ্দেশে ওঠেন খুলনা-গোয়ালন্দগামী ট্রেনে। পথিমধ্যে নাসির অজ্ঞাতপার্টির খপ্পরে পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ সুযোগে অজ্ঞানপার্টির সদস্যরা নাসিরের কাছে থাকা ফুলকপি বিক্রির প্রায় ১৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়। ভোরে ট্রেন দর্শনা হল্টস্টেশনে থামলে তার সাথে থাকা অন্যান্য ব্যবসায়ীরা সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ি নেয়। নাসিরকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার ঘোর কাটেনি বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা।