দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ সমিতির সভাপতির বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

 

টাকা ফেরত না দিলে কঠোর ব্যবস্থার প্রস্তুতি

দর্শনা অফিস: দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ সমিতির সভাপতির বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। সমিতিকে অর্থ আত্মসাতের হাত থেকে রক্ষা করতে নতুনভাবে কমিটি নির্বাচিত করা হলেও এ কমিটিও আগের কমিটির মতোই অর্থ লুটপাটে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগের কমিটির লোপাটকৃত ১০ লাখ টাকার কোনো কূলকিনারা না হলেও বর্তমান কমিটির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী পকেটে ভরেছেন প্রায় পৌনে দু লাখ টাকা। সভাপতির দাপটের কারণে টাকা উদ্ধারের ধারে-কাছে ভিড়তে পারছে না কেউ। টাকা উদ্ধারে নেয়া হচ্ছে নয়া কৌশল।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ৩০ অক্টোবর। নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করে ৬ নভেম্বর। এ কমিটির দায়িত্ব গ্রহণের পর প্রায় ১০ লাখ টাকা হিসাব-নিকাশে গরমিল পায়। সাবেক সভাপতি উজির আলী, ম্যানেজার রজমান আলী ও হিসাবরক্ষক রাশেদ হায়দার মিলনের বিরুদ্ধে বিভিন্ন খাতে ৯ লাখ ৮১ হাজার ১৮ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ছাড়া হিসাবরক্ষক রাশেদ হায়দার মিলনের বিরুদ্ধে এককভাবে ২৯ হাজার ৪শ ৪৮ টাকা তছরুপের অভিযোগ ওঠে। গত বছরের ১২ নভেম্বর বিশেষ সভায় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক পরদিন জনতা ব্যাংক দর্শনা শাখার কর্মকতা আব্দুর রহমানকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযুক্ত সভাপতি, ম্যানেজার ও হিসাবরক্ষকের দায়িত্ব থাকাকালীন ২০১১ সালে ১ জুলাই থেকে ২০১২ সালের ৪ নভেম্বর পর্যন্ত ১৬ মাসের হিসাবের তদন্ত শুরু করে। টানা ১০ মাস ১৭ দিনের তদন্ত শেষে গত ২৩ আগষ্ট অনুষ্ঠিত বার্ষিকসভায় প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। বর্তমান সভাপতি হাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও ১ লাখ ৬১ হাজার ৮শ টাকা আত্মসাতের অভিযোগ উঠলে বার্ষিকসভায় তিনি শিগগিরই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পার পেলেও আজ পর্যন্ত লোপাটকৃত টাকা ফেরত দেননি। হাফিজুর রহমান চৌধুরী প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় অনেকেই ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। দীর্ঘ ৩০ বছরের এ সমিতিটিকে গুটিকয়েক অসাধু ব্যক্তির হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।