স্টাফ রিপোর্টার: গত শুক্রবার রাত ৮টা। রাজধানীর শ্যামলী প্রেক্ষাগৃহে তখন চলছিলো ‘নবাব’। গত কয়েকদিন ধরেই ‘নবাব’ রাজ করে চলেছে ঢাকার প্রেক্ষাগৃহে। নবাবের নবাবীতে যখন মুগ্ধ প্রেক্ষাগৃহের দর্শকরা, ঠিক ওই সময়ে নবাব শাকিব খান নিজেই হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। দর্শকের সারিতে বসে নিজের নতুন সিনেমা ‘নবাব’ উপভোগ করেন তিনি। নবাব শাকিব খানকে নিজেদের মাঝে পেয়ে দারুণ খুশি শোতে আসা দর্শকরা। নবাব সিনেমা দুই বাংলা মিলে নির্মিত। নায়ক শাকিব খান অভিনীত ‘নবাব’ সিনেমাটি ঈদুল ফিতরের আগে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঈদের আগে সিনেমার কাজে লন্ডনে থাকার কারণে কোনো প্রচারণায় থাকতে পারেননি শাকিব। তাই দেশে ফিরে পরদিনই দর্শকের সাথে বসে সিনেমা দেখার জন্য হলে ছুটে যান। শাকিব যখন প্রেক্ষাগৃহে ঢুকেন এমন সময় সিনেমাটি দেখতে আসা দর্শকরা ‘নবাব’ ‘নবাব’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় প্রিয় নায়কের সাথে ভক্ত ও দর্শকরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন। এদিকে নবাব চুয়াডাঙ্গার পান্না সিনেমা হলেও চলছে। অনেকেরই প্রশ্ন, তবে কি তিনি চুয়াডাঙ্গাতেও আসছেন?