স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের রয়েল পরিবহন কাউন্টারে গতরাত ১০টার দিকে দু ব্যবসায়ীর মধ্যে বাগবিত-ার ঘটনা ঘটে। এ সময় একজন তার লাইসেন্স করা পিস্তল উঁচিয়ে ধরলে বিরূপ সমালোচনা শুরু হয়। তবে এ ঘটনায় গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরের অদূরে আবুল কাশেম সড়কে রয়েছে রয়েল পরিবহনের কাউন্টার। গতরাত ১০টার দিকে দু ব্যবসায়ীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কালাম নামের একজন পিস্তল বের করে সাইফুলের দিকে তাক করেন। এ সময় উপস্থিত অন্যরা পরিস্থিতি শান্ত করেন। তবে কেন দু ব্যবসায়ীর মধ্যে বাগবিত-া পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ঘটেছে তা অবশ্য বিস্তারিত জানা সম্ভব হয়নি।