মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন কিরগিস্তানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী যুব উন্নয়ন বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ সংসদ সদস্য সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ শনিবার দেশে ফিরছেন। ওই সম্মেলনে বিশ্বের ৩০টি গণতান্ত্রিক দেশের ৩০ জন সংসদ সদস্য যোগ দিয়েছিলেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র প্রতিনিধি হিসেবে ২৮ জুন ওই সম্মেলনে যোগ দেন। গতকাল শুক্রবার ওই সম্মেলন শেষ হয়েছে।
তিনি কিরগিস্তানে অনুষ্ঠিত ওই সম্মেলনে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা কর্মসূচির যুক্তিকতা ও বাস্তবায়নের নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। পাশা-পাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরার জন্য দেশের যুবকদের জন্য কি পদক্ষেপ গৃহীত হয়েছে তা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়ন ও বয়স্ক ব্যক্তির জন্য গৃহীত পদক্ষেপ, বিশেষ সুবিধা বঞ্চিতদের বিষয়, বিশ্বশান্তি ও জঙ্গিবাদ দমন বিষয়ে বক্তব্য রাখেন।