স্টাফ রিপোর্টার: ঈদের ছুটিতে চীন সফরে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিল আল হাসান। এ সময় তার সাথে আছেন স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির ও একমাত্র মেয়ে আলাইনা। গত বৃহস্পতিবার বিকেলে তারা বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সাকিব-শিশিরের বেইজিং সফর যে ভালো কাটছে সেটা দারুণ বোঝা যাচ্ছে। বিমানবন্দরে সাকিবের মেয়ে আলাইনা চায়নিজ শিশুদের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। এতথ্য শিশির নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে জানিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার সাকিব ও বাংলাদেশ থেকে যাওয়া অতিথিরা গিয়েছিলো বিশ্বখ্যাত মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রাঙ্গণে। সাকিব হুয়াওয়ের একজন ব্রান্ড অ্যাম্বাসেডর। সাকিব যে হুয়াওয়ের কর্মকাণ্ডে মুগ্ধ সেটিও ফেসবুকে ভক্তদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন।