চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মধ্যরাতে ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার আশরাফুল ইসলাম পাপ্পু (২৫) অবশেষে পুুলিশের হাতে ধরা পড়েছে। গতপরশু রাত দেড়টার দিকে তাকে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচার করে আসছিলো সে। তাকে পরশু গ্রেফতারের সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশরাফুল ইসলাম পাপ্পু চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে। মাঝে কিছুদিন স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিযুক্ত হয়ে সাংবাদিক বলে পরিচয় দিয়ে শুরু করে ইয়াবা পাচার। গতপরশু চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুপ্রভাত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। অবশ্য পুলিশের এক সূত্র বলেছে, পরশু রাতে টহল পুলিশের সামনে যখন পড়ে পাপ্পু তখন ছিলো নেশাগ্রস্ত অবস্থায়। অসঙ্গতিপূর্ণ কথা বলার এক পর্যায়ে তার শরীর তল্লাশি করে পাওয়া যায় ইয়াবা। ফলে গ্রেফতার করে নেয়া হয় থানায়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বলেছে, গুলশানপাড়ার এক নারীর নিকট থেকে ইয়াবা নিয়ে শেকড়াতলাপাড়া একজনের নিকট নিয়ে বিক্রি করে আসছিলো। পুলিশ অবশ্য পাপ্পু সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করেছে।