স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নাগদহ পুটিমারীর সাইফুল ইসলাম ও তার স্ত্রী রহিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে এদেরকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সাইফুল ও তার স্ত্রী অভিযোগ করে বলেছে, আমাদের ছেলের সাথে আশা ও আশাননূরের মেয়ে মোবাইলফোনে নাকি কথা বলে। মিসকল দেয়। এ নিয়ে বিরোধ দেখা দেয়ার একপর্যায়ে আশা ও তার স্ত্রী আশাননূর ছুটে এসে আমাদের মেরে আহত করেছে।