বদরগঞ্জ কলেজের ২০১৬ সালের এইচএসসি ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলন অনুষ্টিত

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ কলেজের ২০১৬ সালের এইচএসসি ছাত্রছাত্রীদের উদ্যোগে ঈদপুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।, গতকাল বৃহস্পতিবার বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বদরগঞ্জ কলেজ মাঠ প্রঙ্গণে ঈদপুনর্মিলন ও বনভোজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, রুবেল রানা, ইকরামুল হক, উজ্জাল হোসেন, কবীর উদ্দীন, রবিউল হোসেন, মাসুদ রানা, সোলাইমান হক, সাব্বির হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, হাসান আহাম্মেদ, আলামিন হোসেন, নজরুল ইসলাম, আব্দুল,  আশিক রহমান, শ্রী. অরিন্দ্র,  শ্রী. গৌউর, মৌসুমি খাতুন, ফানিহা খাতুন,  রিমা খাতুন,  আঞ্জু খাতুন, আসমা খাতুনসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, তুষার হোসের, শ্রী. তপুদেবনাথ ও সুজল কুমার।