সরোজগঞ্জ প্রতিনিধি: ছয়ঘরিয়ার ধর্ষণ চেষ্টা মামলার সহযোগিতা করার অভিযোগ তুলে উকিলের মহরি ছয়ঘরিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে মিজানুর রহমানকে (৩৬) বাঁশ দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়েছে। আহত মিজানুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা কোটের এক উকিলের মহরি শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মিজানুরের সাথে ধর্ষণের চেষ্টা মামলা করিয়ে দেয়ার সহযোগিতা করার অভিযোগ তুলে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন ও জামাত আলীর ছেলে কামাল হোসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াস বাঁশ দিয়ে পিটিয়ে মহরী মিজানের হাত ভেঙে দেয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মিজান বাদী হয়ে দুজনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানা মামলা দায়ের করেছেন।