সরোজগঞ্জ প্রতিনিধি: পিতার সাথে পরকিয়ার জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের স্কুলপাড়ার সংখ্যালঘু হিতাংশো পরামানিকের স্ত্রী ফুলকুমারীকে (৫৫) পিটিয়ে জখম করা হয়েছে। আহত ফুলকুমারিকে স্থানীয় এক ডাক্তারের কাছে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের খাসকররা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে হাজি হানেফ (৬০) একই গ্রামের স্কুলপাড়ার হিতাংশ পরামানিকের বাড়িতে দীর্ঘদিন যাওয়া আসা করে। হাজি হানেফ আলীর দুই ছেলে ইন্তাদুল ও ইমরান পিতার সাথে হিতাংশ পরামানিকের স্ত্রী ফুলকুমারি পরকিয়ার অভিযোগ তুলে ফুলকুমারিকে পিটিয়ে জখম করে। তাকে প্রতিবেশিরা উদ্ধার করে খাসকররা বাজারের এক ডাক্তারের নিকট ভর্তি করে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।