সরোজগঞ্জ প্রতিরিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের যুবলীগ নেতা আজিজুল হত্যা মামলার আসামি সোহরব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ ডিঙ্গেদহের গোরস্তানপাড়ার নিজ বাড়ি থেকে সোহরব হোসেনকে গ্রেফতার করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ গোরস্তানপাড়ার মৃত ফকির চাঁদ ম-লের ছেলে সোহরব হোসেন (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডিঙ্গেদহ বাজারের গোরস্তানপাড়ায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আজিজুল হত্যা মামলার আসামি সোহরব হোসেনকে গ্রেফতার করেন। তাকে গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।