পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া-ফুলবাড়ি সড়কে গাছ ফেলে ডাকাতরা ডাকাতি করেছে। গত বুধবার রাত ৯টায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বড়শলুয়া গ্রামের সালমান (২০) নামের এক যুবক ডিঙ্গেদহ বাজার থেকে বাড়ি ফিরছিলো ডাকাতরা তাকে বেঁধে মোবাইলফোন সাইকেল ছিনিয়ে নেয়। হিজলগাড়ির তোফাজ্জেলের নিকট থেকে মোবাইলফোন নগদ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির কবলে যারা পড়ে তাদের চিৎকারে ছয়ঘরিয়া গ্রামের লোকজন ছুটে এলে ডাকাতরা ফার্মের মাঠে পালিয়ে যায়।