মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় মেহেরপুর-যাদবপুর ব্রিজের পূর্ব মোড়ে জেলা মৎস্যচাষি নেতাদের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহাবুবুর রহমান ডালিমের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যচাষি নেতা শেখ আব্দুল মহিত, খামশেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে অতিথিরা সেখানে পৌঁছুলে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী তরিকুল ইসলাম ম-ল, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এমএ কুদ্দুস, রুহুল আমিন, ডিএম মকিদ, আশাদুজ্জামান শিপলু প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে বৃন্ত, রাহা, প্রিয়ন্তি, তুষি, সামিয়া, দেলওয়ার, সন্ধ্যারাণী, সাধনা, ফকির আব্দুল মালেক, আব্দুল হান্নান প্রমুখ।