মেহেরপুর অফিস: মেহেরপুরে আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের বরকত আলীর ছেলে আকবর আলী, মেহেরপুর শহরের নতুনপাড়ার তোপাল মণ্ডলের ছেলে ছামছুদ্দিন, পিয়াদাপাড়ার মৃত মনিরুদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম, পুরাতন পোস্ট অফিসপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে আকবর আলী ও স্টেডিয়ামপাড়ার মৃত আব্দুল গণির ছেলে মো. রহমতুল্লাহার হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কেএম আতাউল হাকিম লাল মিয়া উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফান্ড হতে মেহেরপুরের আর্থিকভাবে অসচ্ছল ৫ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক অনুদান হিসেবে ১৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান মঞ্জুর করা হয় বলে জানান বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফান্ডের সচিব (যুগ্ম সচিব) বিমান কুমার সাহা।