আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা সেখ সামসুল আবেদীন খোকনের বাড়িতে প্রীতিভোজ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানের আলমডাঙ্গা বাবুপাড়াস্থ বাসভবনে প্রীতিভোজ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ অনেকে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গার কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা কৃষকলীগের সভাপতি ওমর ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পদাক আসাদুজ্জামান কবীর, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, আহ্বায়ক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, এমএম জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহীন রেজা, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।