মেহেরপুর বন্দর মিডিয়া কাপ ফুটবলে টেংরামারী একাদশ সেমিতে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলের ২য় রাউন্ডের শেষ খেলায় মেহেরপুর সদর উপজেলার টেংরামারী একাদশ জয়লাভ করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় টেংরামারী একাদশ টাইব্রেকারে ৬-৫ গোলে সদর উপজেলার রাধাকান্তপুর যুব সংঘ ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকে। খেলা পরিচালনা করেন আবু আক্তার এবং সহযোগিতা করেন রুবেল ও রাজিব। এ দিকে টেংরামারী একাদশসহ আরো তিনটি দল ইতোমধ্যে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এরা হলো- সদর উপজেলার টুঙ্গি একাদশ, বন্দর যুব স্পোর্টিং ক্লাব ও গাংনী উপজেলার গাড়াডোব একাদশ।