অভিনয় শিল্পি নাজমুল হুদা বাচ্চু আর নেই

 

স্টাফ রিপোর্টার: বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনয় শিল্পি নাজমুল হুদা বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দুদিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু। একইসাথে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে সমস্যা ধরা পড়ে। বুধবার ভোরে তিনি মারা যান। গতকালই বনানী কবরস্থানে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়।