গাংনী পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

 

গাংনী প্রতিনিধি: মেহেপুর গাংনী পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ৬৬ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৭৪৬ টাকার বাজেট পেশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। বাজেট পাঠ করেন পৌর হিসাবরক্ষক জুলফিকার আলী। সহকারী প্রকৌশলী শামীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র নবীর উদ্দীন, প্রভাষক মহিবুর রহমান মিন্টু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা, সাংবাদিক মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম অল্ডাম, ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ড বাসিন্দা জাকির হোসেন বাচ্চু, ৮ নং ওয়ার্ড বাসিন্দা সোনালী খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ। বাজেটের সফল বাস্তাবায়ন আশা করে এলাকার উন্নয়নের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা।

 

Leave a comment