মেহেরপুর অফিস: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মুখমণ্ডল ও মাথার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার দিনগত গভীররাতে রাজশাহী রেফার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকজন গরুব্যবসায়ী জয়পুর সীমান্তে গরু আনতে যায়। জয়পুর সীমান্তে ভারতের কাটা তারের বেড়ার এ পাশে অবস্থান কালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আজিজুল ইসলাম মারাত্মক আহত হন। তাকে মেহেরপুর তাহের ক্লিনিকে ভর্তি করা হয়।