ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ৩০ নভেম্বর থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে ঘোষণা করেছে। ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ বছর ৩০ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে প্রতিদিন ৪ শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসসূত্রে জানা যায়। এর আগে গত ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত হয়ে যায়। পরে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৬ নভেম্বরের পরীক্ষা ৩০ নভেম্বর (এএইচ ইউনিট) ১৭ নভেম্বরের পরীক্ষা ১ ডিসেম্বর (বি ইউনিট), ১৮ নভেম্বরের পরীক্ষা ২ ডিসেম্বর (সি ইউনিট), ১৯ নভেম্বরের পরীক্ষা ৩ ডিসেম্বর (ডি-ই-এফ ইউনিট) এবং ২০ নভেম্বরের পরীক্ষা ৪ ডিসেম্বর (জি ইউনিট) পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত কোনোদিনের পরীক্ষা অনুষ্ঠিত না হলে তা ধারাবাহিকভাবে পরবর্তী শনিবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বর্তমান সময়সূচি ও সিট প্লান বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।