চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে ১২ লাখ টাকার সাপের বিষ উদ্ধার

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা বিজিবির একটি দল অভিযান চালিয়ে দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া থেকে সাপের বিষ উদ্ধার করতে পারলেও কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদের নির্দেশে ব্যাটালিয়নের নায়েক সুবেদার ইসমাইল হোসেন ও নায়েক রাসেল সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আকন্দবাড়িয়া তিন রাস্তার মোড় নামকস্থান থেকে ৪ বোতলে ৪০ গ্রাম বিষাক্ত সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা।