কোটচাঁদপুর প্রতিনিধি: দলের পছন্দের নেতাকর্মীদের নিয়ে সভা করতে গিয়ে ফেঁসে গেছে বলুহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। জানা যায়, কোটচাঁদপুর থানা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে ইউপি এবং ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বলুহর ইউনিয়নে গতকাল ওয়ার্ড আওয়ামী লীগের সভা আহ্বান করা হয়। এলাকার সংসদ সদস্য নবী নেওয়াজ ও নৌকা প্রতীক নিয়ে বলুহর ইউপি চেয়ারম্যান নির্বাচিত আব্দুল মতিনকে সভায় আমন্ত্রণ না জানিয়ে এ সভা আহ্বান করা হয় বলে তারা জানান। বলুহর ইউপি চেয়ারম্যানকে আমন্ত্রণ না জানিয়ে তারই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দলের সম্মেলন প্রস্তুত কমিটির সভা আহ্বানে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এক পর্যায়ে দলের দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সকাল ১০টার দিকে যুবলীগের ব্যানারে একই সময়ে একই স্থানে পাল্টা সভা আহ্বান করা হয়। ৫ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, সভাস্থলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর এই অবস্থায় আমন্ত্রিত অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে এবং দুই পক্ষের কাউকে উক্ত স্থানে সভা করতে দেয়নি। আর এভাবে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাটি পণ্ডু হয়ে যায়।