দামুড়হুদায় বজ্রপাতে নিহত পরিবারগুলোর মধ্যে সহযোগিতা প্রদানকালে জেলা আমির -মানবতার কল্যাণ সাধনই  আমাদের একমাত্র  উদ্দেশ্য

 

দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে নিহত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা দিয়েছের বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার। গতকাল বুধবার বজ্রপাতে তিন পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতার সময় জেলা আমির আনোয়ারুল হক মালিক বলেছেন মনবতার কল্যাণ সাধনই  আমাদের একমাত্র  উদ্দেশ্য। তিনি বলেন আমরা আল্লাহর বান্দা। কে কখন কিভাবে আমরা আল্লাহ কাছে ফিরে যাব কেউ জানি না। জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে সাধারণ মানুষের পাশে থাকবে ।

গত ১২ মে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুস সামাদ, কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল মালেক ও হাতিভাঙ্গা গ্রামের সাফায়েতুল্লাহর ছেলে সাইদুর রহমান বজ্রপাতে নিহত হন । জেলা জামায়াতের নেতৃবৃন্দ ওইসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে গতকাল বুধবার আর্থিক সহযোগিতা করেন।  প্রত্যেক পরিবারকে নগদ ১৫ হাজার করে টাকা আর্থিক সহযোগিতা প্রদান ও সমবেদনা জ্ঞাপন করা  হয় । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মো. রুহুল আমীন ,  জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নায়েব আলী, দামুড়হুদা ইউনিয়ন আমির আবুল বাশার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি