মেহেরপুর অফিস: মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রান্ডিং শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী পুলশ সুপার আহসান হাবীব, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম প্রমুখ। এ সময় সেখানে জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য ও পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত কতিপয় উদ্যোগ যা ব্রান্ডিং হিসাবে ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগগুলো অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কাউন্সিলর ও জেলা পরিষদের সদস্যরা মতবিনিময়সভায় অংশ নেন।