মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর একদিন আগে গত মঙ্গলবার ভিন্ন দুটি দৃশ্য দেখল ক্রিকেটবিশ্ব। ভারতের ৩২৪ রানের জবাব দিতে গিয়ে বাংলাদেশ মাত্র ৮৪ রানে গুটিয়ে গেছে। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছে ৬ উইকেটে। জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আর পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। এজবাস্টনের ব্রিমিংহ্যামে অন্য রকম কিউইরা ধরা দিয়েছে।
শ্রীলঙ্কা টস হেরে করে ৮ উইকেট ৩৫৬ রান। সেই রান মাত্র ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড টপকে যায়, তখনও ২৩ বল তাদের হাতে। উপুল থারাঙ্গার ১১০, কুশাল মেন্ডিসের ৫৭ ও দিনেশ চান্দিমালের ৫৫ রানে ভর করে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ে। সেই রান টপকাতে মার্টিন গাপটিল ৭৬ বলে ১১৬ করে অবসরে যান। তারই পথ অনুসরণ করা অধিনায়ক কেন উইলিয়ামসন ৬০ বলে ৮৮ করেন। আর কোরি অ্যান্ডারসন ৩৬ বলে ৫০ করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।