মাথাভাঙ্গা মনিটর: দু দিন এককভাবে শীর্ষে থাকার পর এবার তিন জনের সঙ্গে সম্মিলিতভাবে শীর্ষস্থানে আছে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। গত মঙ্গলবার ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত কিট আন্তর্জাতিক দাবায় সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার দেবাশিষ দাসের সঙ্গে ড্র করেছে। ফলে সাত খেলায় ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটি চারজনের সঙ্গে ভাগাভাগি করতে হয়েছে তাকে। এছাড়া বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার পাঁচ পয়েন্ট নিয়ে অন্য ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে সম্মিলিতভাবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন।
এদিকে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছেন।