সরোজগঞ্জ প্রতিনিধি: ডাকাতির সাথে জড়িত সন্দেহে চুয়াডাঙ্গা সদরের ধুতুরহাট ঝিলখালি পাড়ার রাজনকে আটক করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। তাকে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ আইলহাস সড়কের মাইলপোতার মাঠে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার রাতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ রাত ২টার দিকে ধুতুরহাট ঝিলখালিপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িতো থাকার সন্দেহে মোজাম হোসেনের ছেলে রাজন আলীকে (২২) নিজ বাড়ি থেকে আটক করেন। ডাকাতির শিকার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজনকে আটক করেন। তাকে গতকাল মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল সকালে ডাকাতির স্থন পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি তোজাম্মেল হক ও রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানার ওসি তদন্ত লুৎফুল কবির সরেজমিনে পরিদর্শন করেন এবং সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ি ও ঘোলদাড়ি পুলিশি টহল জোরদার করার নির্দেশ প্রদান করেন।