বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ি-নেহালপুর সড়কের মধ্যবর্তী স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান, হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শফিকুর রহমান। এ সময় গ্রেফতার করা হয় ডিঙ্গেদাহ বাজারপাড়ার আব্দুল হান্নানের ছেলে মামুন, আনিসুর রহমানের ছেলে নাসির উদ্দিন, আরজেল হোসেনের ছেলে আবুল, আরজুল্লাহর ছেলে আশরাফুল, ফরজ আলীর ছেলে মাসুদ রানা, সাদেক আলীর ছেলে বিদ্যুত, আ. আজিজের ছেলে রাসিদুল ও তরিকুল ইসলামকে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতরা মদ্যপ অবস্থায় ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলো। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গতকালই রাতে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে এএসআই শফিকুর রহমান।