আলমডাঙ্গায় হাতেনাতে গরুচোর ধরে উত্তম-মধ্যম

 

ভ্রাম্যমা প্রতিনিধি: আলমডাঙ্গার রাধিকাগঞ্জপাড়ার মুনতাজের চুরি হওয়া গরুসহ ফিরোজকে ধরে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে জনতা। গতকাল ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জপাড়ার ইব্রার ছেলে মুনতাজের একটি গরু চুরি হয়ে যায়। পরে আনন্দধাম এলাকায় গেলে তারা জানতে পারে এক ব্যক্তি গরু বিক্রি করছে। সাথে সাথেই গরুর মালিক লোকজন নিয়ে গরু দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখে তারই গরু চোরের দল বিক্রি করছে। গরুর মালিক লোকজন নিয়ে গরুসহ গরু চোর শ্যামপুর গ্রামের লতিফের ছেলে ফিরোজকে আটক করে। অপর চোর একই গ্রামের হামিদের ছেলে সোহেল পালিয়ে যায়। স্থানীয় জনতা গরু চোর ফিরোজকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়।