স্টাফ রিপোর্টার: নিবন্ধন পাওয়ার পাঁচ দিনের মাথায় হট্টগোল আর বহিষ্কারের ঘটনা ঘটলো বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে। দলটির সভাপতি আবুল কালাম আজাদ পদের ক্রমানুসারে নাম না বলার প্রতিবাদ করায় বহিষ্কারের শিকার হলেন দলটির যুগ্মআহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, সংবাদ সম্মেলনের শুরুতে বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ ক্রমানুসারে সবার নাম বলছিলেন। যুগ্মআহ্বায়ক নাজমুল আহসান, মেহজাবিন ওয়াহিদ ও আঞ্জুমান সালাহউদ্দিনের নাম পরপর বলেন। কিন্তু সভাপতি অপর যুগ্মআহ্বায়ক মোয়াজ্জেম খান মজলিশের নাম বাদ দিয়ে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নাম বলেন। এ সময় ক্রমানুসারে নাম বলার প্রতিবাদ করে এর কারণ জানতে চান মোয়াজ্জেম। এ সময় সভাপতি ১০ মিনিটের জন্য সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।