দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশনের অদূরে ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত মৃত্যু নাকি আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন উঠেছে। গতরাত ১২টার দিকে খুলনা থেকে সৈয়দপুর উদ্দেশে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্টস্টেশন অতিক্রম করার পরই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১টার দিকে জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছান। পুলিশ ট্রেনে কাটা যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের পরিচয় মেলেনি। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত যুবকের লাশ হল্টস্টেশন জিআরপি ফাঁড়ি চত্বরে রাখা হতে পারে। ২০-২২ বছর বয়সী অজ্ঞাত পরিচয় যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে হলুদ চেকের গেঞ্জি রয়েছে।