স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার মেহেনুর খাতুনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকেন ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার সিরাজুল ইসলাম স্ত্রী মেহেনুর বেগম বাড়ি বসে ফেনসিডিল বেচা-কেনা করছেন। এমন খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেনুর বেগমকে (৩৫) আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।