কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছির চণ্ডিপুর গোবরার বিলে কীটনাশক প্রয়োগে মাছ মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিলের মালিক দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের পাশে গোবরার বিলে মৎস্য ব্যবসায়ীরা মাছচাষ করেন। গত বৃহস্পতিবার রাতে বিলের মালিক চণ্ডিপুর গ্রামের আকতারুল, মন্টু এবং মনিরুলের সাথে অপর পুকুরের মালিক ইস্রাফিলের ছেলে তাজু (৩০) ও ঘরজামাই শরিফের সাথে (৪০) মনোমালিন্য হয়। সে সময় তাজু ও শরিফ বিলের মাছ মেরে ফেলার হুমকি দেন। এরপর গত বৃহস্পতিবার রাতে বিলে কীটনাশক টেবলেট প্রয়োগ করলে বিলের মাছ সব মারা যায়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিলের মালিক আকতারুল বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।