মহেশপুরে প্রশ্নপত্র ফাঁস ও সরকারি কাজ বাধা দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক ও কর্মচারীর কারাদণ্ড

 

ঝিনাইদহ প্রতিনিধি: পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে সরবরাহ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ কাটগড়া ইংরেজি প্রভাষক এসএম হাফিজুর রহমান ও কলেজের এমএলএসএস (পিয়ন) আশরাফুল ইসলামকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে অবস্থিত ডা. সাইফুল ইসলাম কাটগড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের স্বাব সেন্টার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

নাম না প্রকাশ্যে একজন শিক্ষক জানান, উৎপাদনব্যবস্থাপনা ও বিপনন বিষয়ে পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের বাইরে এমএলএসএস (পিয়ন) আশরাফুল ইসলাম ২ ছাত্রের জন্যে দুটি প্রশ্ন সরবরাহ করে।  এ সময় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা দুটি প্রশ্নসহ এমএলএসএস আশরাফুল ইসলামকে আটক করে। সংবাদ পেয়ে ডা. সাইফুল ইসলাম কাটগড়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক এসএস হাফিজুর রহমান ছুটে এসে পুলিশের কাছ থেকে ধস্তাধস্তি করে এমএলএসএস আশরাফুল ইসলামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র সরবরাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ কাটগড়া ইংরেজি শিক্ষক এমএ হাফিজুর রহমান ও কলেজের এমএলএসএস আশরাফুল ইসলামকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রভাষক এসএম হাফিজুর রহমানকে ৪৪ ধারা ভঙ্গ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে ২ মাসের জেল ও কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র সরবরাহের অপরাধে এমএলএস আশরাফুল ইসলামকে ১ মাসের জেল দেয়া হয়েছে।