থামছে না আলমডাঙ্গা রেলস্টেশন কেন্দ্রীক মাদকব্যবসা : ইয়াবাসহ যুবক আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: কিছুতেই থামছে না আলমডাঙ্গা রেলস্টেশন কেন্দ্রীক মাদকব্যবসা। গতকাল পুলিশ রেলস্টেশন থেকে ইয়াবাসহ জহুরুলনগরের এক যুবককে আটক করেছে।

জানা গেছে, বার বার পুলিশ-র‌্যাবের অভিযান সত্ত্বেও কিছুতেই বন্ধ হচ্ছে না আলমডাঙ্গা রেলস্টেশন কেন্দ্রীক মাদকব্যবসা। প্রায় পুলিশ রেলস্টেশনের প্লাটফর্ম থেকে আটক করছে মাদকব্যবসায়ী ও মাদকখোরদের। গতকালও আলমডাঙ্গা থানার এসআই জিয়া ও এএসআই হুমায়ুন এক অভিযান চালিয়ে রেলস্টেশন প্লাটফর্ম থেকে ১০ পিস ইয়াবাসহ মহাসিন জোয়ার্দ্দার নামের এক যুবককে আটক করেছে। তার বাড়ি উপজেলার জহুরুলনগর গ্রামে। আজ শনিবার তাকে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে আদালতে সোপর্দ করা হবে।