মেহেরপুর অফিস: মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন নূরুল আহমেদকে মেহেরপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাহিত্য ও সাংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘জাতীয় সাহিত্য পরিষদ পদক’ লাভ করায় তাকে ওই সংবর্ধনা দেয়া হয়।
গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলায়মান আলী। মেহেরপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা লেকচারার (অবসরপ্রাপ্ত) আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, বিশিষ্ট নাট্যজন সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) সাইদুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিক-উল আলম ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। আবুল হাসনাত দিপুর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের মহাসচিব আতাউর রহমান। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন নির্ঝর, নূর আলম, আবু লায়েচ লাবলু, সোনিয়া রহমান, দেলোওয়ার, সুমন, লাইলী আক্তার, আশাদুল ইসলাম, ফিরোজ হোসেন প্রমুখ। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলামীন হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোমিনুল হক, শামিম জাহাঙ্গীর সেন্টু, বাশরী মোহন দাস পমুখ।